নিউজ ডেস্ক: করোনায় মৃত ও আক্রান্তের সংখ্যা কমায় লকডাউন শিথিল করার দিকে এগোচ্ছে ব্রিটিশ সরকার। এর মধ্যেই প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রধান উপদেষ্টা লকডাউনের শর্ত ভাঙায় শুরু হয়েছে সমালোচনা।
লকডাউন বহাল থাকলেও ব্রিটেনের সাউথ এন্ড সমুদ্র সৈকতে ভিড় করেন হাজার হাজার মানুষ। সরকারি ছুটিতে বেড়াতে গিয়ে অধিকাংশই মানছেন না শারীরিক দূরত্বের নির্দেশনা।
এদিকে, ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টা ডমিনিক কামিংস চলমান লকডাউনের নিয়ম ভঙ্গ করে তুমুল সমালোচনার মুখে পড়েছেন। পদত্যাগের দাবি উঠলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। এমনকি বরিস জনসনও সাফাই গাইলেন তার প্রধান উপদেষ্টার।
করোনা ভাইরাসের সংক্রমণ কমাতে ২৩ মার্চ থেকে লকডাউন ঘোষণা করার পর থেকেই জনগণকে ঘরের ভেতর রাখার জন্য বেশ কঠোর ছিল ব্রিটিশ সরকার। তবে সরকারের শীর্ষস্থানীয় নীতি নির্ধারকের নিয়ম অমান্য করে এক শহর থেকে অন্য শহরে যাওয়ার ঘটনায় বাড়ছে সমালোচনা।
মার্চ মাসের শেষের দিকে করোনা ভাইরাসে উপসর্গ দেখা দেয়ার পর সেলফ – আইসোলেশনে ছিলেন ডমিনিক কামিংস।