মোঃ ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি মেহেরপুর:
ভালো থেকো চাঁদের চুম্বনে ঈদ মোবারক।
এতো ভালবাসো সখা
নিশিতে কাটছো তুমি করাত কলে
গভীর অন্তর……
মেহেরপুর জেলা বিএনপি’র সভাপতি ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন সকলের দীর্ঘায়ু ও স্বু-স্বাস্থ্য কামনা করে নিরাপদ সামাজিক দুরুত্ব বজায় রেখে চলার আহবান জানান।