মোঃ ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধিমেহেরপুর : বিশ্ব মহামারী করোনা ভাইরাসের (কভিড-১৯)- প্রাদূর্ভাবে মেহেরপুরে ঈদুল ফিতরের নামজ এবার ঈদগাহ ময়দানে নয়, মসজিদে। আজ সোমবার সকালে স্থানীয় মসজিদ গুলোতে সামাজিক ও শারীরিক দুরুত্ব বজায় রেখে এবং সরকারী বিধি নিষেধ মেনে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন মুসুল্লিগণ।
প্রতিবারের ন্যায় এবার ঈদগাহ ময়দানগুলো নেই কোন সাজসজ্জা। প্রতিবার ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহ ময়দান গুলো চাকচিক্ক করে নতুন ভাবে বিভিন্ন রংয়ের কাপড়ে ফুটিয়ে তোলা হয় এবং কৃত্রিম ঝর্ণার সাথে আলোক সজ্জায় সজ্জিত করে এক অপরুপ রুপের সৃষ্টি করা হয়। এবার তা আর নেই। ঈদের নামাজ শেষে নেই কোলাকুলি, নেই হ্যান্ডসেক। নামাজ শেষে যে যার মত বাড়ী ফিরে যেতে দেখা গেছে।
এদিকে মেহেরপুর জেলার রাজনীতিবিদগণ ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যে যার মত করে মেহেরপুর জেলাবাসীকে এবং প্রবাসী ভাই-বোনদের ঈদ শুভেচ্ছার পাশাপাশি সকলের স্বু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। ভাল থাকুন সুস্থ্য থাকুন, নিরাপদ সামাজিক দুরুত্ব বজায় রাখুন।