স্বর্ণা নাজনীন
আহা রতি কামিনী রমন
এতোটাই -দহন থামেনি এতটুকু
বিভাবরী রং চটা রং আমার দুর্বোধ্য পাঠ যেন এজীবন
কোথায় এমন ঘোর – বালিকা সোমত্ত সংসার – নন্দনতত্ত্বের এশরীর সুগন্ধি ছড়িয়ে মেলে এসেছি অযুত সারি সারি অনুভূতির কালের বিছানো শিউলি তলায় – শুভ্রতা আহা হা কালের মহাকালে দল মেলে হাসে – কাঁদেও কখনও
#
যেমন নদী ভাঙ্গা ঘর গেরস্হ বাড়ির একহারা গড়নের গাঢ় লাল সিঁদুরে লম্বা ঘোমটা দেয়া খটাখট চরকা ঘুরানো তাঁতবোনা মেদহীন শরীরী বউ নিকানো উঠোনে – তেমনি বনভূমি জঙ্গল গন্ধে মাদকতায় সৌরভ সুরভিত পুলক পল্লব বর্ণে রঙ লাগে!