36 C
Dhaka
Sunday, January 17, 2021
No menu items!

টঙ্গীবাড়িতে ত্রাণ দিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মকবুল হোসেন

নিইজ ডেস্ক: করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়ায় মুন্সিগঞ্জে টঙ্গীবাড়িতে দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মকবুল হোসেন। টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা আকতার মঙ্গলবার এক অনুষ্ঠানের মাধ্যমে ত্রাণ সামগ্রী বিতরণ উদ্বোধন করেন।

বুধবার মকবুল হোসেনের ব্যক্তিগত কর্মকর্তা ফজলুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান জগলুল হালদার ভুতু, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, সিটি ইউনিভার্সিটির ট্রেজারার মজিবর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মকবুল হোসেন বলেন, করেনাভাইরাস পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে এখন ভয়াবহ অবস্থা। বাংলাদেশও এর বাইরে নয়। এই অবস্থা কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের সহযোগিতা চেয়েছেন। তারই অংশ হিসাবে এই উদ্যোগ। পাশপাশি অসহায় দুঃস্থদের পাশে দাঁড়াতে ধনী ব্যক্তিদের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠান শেষে দিনমজুর, রিকশাচালকসহ দুঃস্থ পরিবারগুলোর কয়েকশ সদস্যকে চিহ্নিত করে তাদের বাসায় বাসায় চাল, ডাল, সাবান নগদ অর্থ পৌঁছে দেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সর্বশেষ

লৌহজংয়ে আ’লীগের উদ্যোগে শীতবস্ত্র বিতরন

লৌহজং (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: মুন্সিগঞ্জ-২ আসনের সাংসদ সাগুফতা ইয়াসমিন এমিলির সহযোগিতায় ও নির্দেশে লৌহজং উপজেলার খিদির পাড়া ইউনিয়ন আ’মীলীগের উদ্যোগে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের...

পরিবার-পরিজন নিয়ে দেখা যায় এমন সিনেমা তৈরি করুন

নিউজ ডেস্ক: সুস্থ ধারার চলচ্চিত্র নির্মাণের তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এমনভাবে সিনেমা তৈরি করতে হবে, যেন পরিবার-পরিজন নিয়ে দেখতে পারি।

চলচ্চিত্রে যতটুকু পাওনা ছিল, বোধহয় তার ইতি হলো: সোহেল রানা

নিউজ ডেস্ক: দেশীয় চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯ তুলে দেওয়া হয়েছে বিজয়ীদের হাতে। এ বছর চলচ্চিত্রে বিশেষ অবদান রাখায় যুগ্মভাবে...

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ মামলার বিচার শুরু

নিউজ ডেস্ক: সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ মামলার বিচার শুরু হয়েছে। রোববার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় সিলেট নারী ও শিশু নির্যাতন দমন...

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমানের সহধর্মিণী মারা গেছেন

নিউজ ডেস্ক: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের সহধর্মিণী বুলা আহম্মেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।