মোঃ ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি মেহেরপুর: আজ ২৪ মে রবিবার মেহেরপুর জেলা থেকে করোনা সন্দেহে মেহেরপুর সদর উপজেলা থেকে ৬ জন, গাংনী উপজেলা থেকে ৩৭ ও মুজিবনগর উপজেলা থেকে ৩ জন মোট ৪৬ জনের সোয়াব পরীক্ষার জন্য মেহেরপুর জেলার স্বাস্থ্য বিভাগ, কুষ্টিয়া মেডিকেল কলেজ পি.সি.আর ল্যাবে নমুনা সংগ্রহ করে পাঠিয়েছে। মেহেরপুর জেলায় এ পর্যন্ত সর্বমোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৯১১ জনের।
এদিকে গতকাল ২৩ মে শনিবার কুষ্টিয়া মেডিকেল কলেজের পি.সি.আর ল্যাব থেকে মোট ফলাফল পাওয়া গেছে ৯২ জনের। তার মধ্যে গাংনী উপজেলার ৪ জন পজেটিভ (কুষ্টিয়ার প্রাপ্ত ফলাফলে) ও ১ জন ঢাকা আইইডিসিআরের প্রাপ্ত ফলাফলে পজেটিভ। বাকী ৮৮টি নেগেটিভ। মেহেরপুর জেলায় এ পর্যন্ত সর্বমোট করোনাভাইরাসের নমুনার ফলাফল পাওয়া গেছে ৭৭৪টি। তার ভিতরে ১১টি পজেটিভের মধ্যে ১ জন মৃত, বাকী ৭৬৩ জনের ফলাফল নেগেটিভ। বর্তমানে ৪ জন সুস্থ্য হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছে। বাকী ৭ জন চিকিৎসাধীন রয়েছে এর মধ্যে সদর উপজেলার ১ জন, মুজিবনগর উপজেলার ১ জন ও গাংনী উপজেলার ৫ জন। এই তথ্য নিশ্চিত করেন মেহেরপুর জেলার সিভিল সার্জন ডাঃ নাসির উদ্দিন। তিনি সকলকে সরকারী নির্দেশ মেনে চলে ঘরে থাকার ও সামাজিক দুরুত্ব বজায় রাখার আহাবান জানান।