কাজী দীপু, মুন্সীগঞ্জ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তার নির্দেশনা বাস্তবায়নে দরিদ্র ও কর্মহীন পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ-৩ আসনের (সদর-গজারিয়া উপজেলা) সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।
রোববার সকালে মুন্সীগঞ্জ পৌরসভার রুহিতপুর গ্রামে ২০টি অসহায় ও মধ্যবিত্ত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করেন। উপহার সামগ্রীতে ১০কেজি চাল, ২কেজি আলু, ১কেজি ডাল, ১কেজি লবণ, ১ কেজি পেঁয়াজ, ১কেজি চিনি ও সেমাই রয়েছে। এর আগেও স্থানীয় এমপি’র পক্ষে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কর্মাহীন হয়ে পড়া মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীরা।
অন্যদিকে সদর আসনের এমপি ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মৃণাল কান্তি দাস সাংবাদিকদের মাঝেও ঈদ উপহার সামগ্রী বিতরন করেছেন।