নিজস্ব প্রতিনিধি: করোনা ভাইরাসের কারনে ক্ষতিগ্রস্থ হত দরিদ্র, অসহায় মানুষের খাদ্য সহায়তায় মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন ইমারজেন্সি ফান্ড (পিইউইএফ) নামক অনলাইন গ্রুপের উদ্যেগে ১৮০ টি দুস্থ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
১৮০ টি পরিবারের প্রত্যেককে ৫ কেজি চাল, আধা কেজি লাচ্ছা সেমাই, এক প্যাকেট চিকন সেমাই, ১ কেজি চিনি, সয়াবিন তেল ১ লিটার ও ১ কেজি লবন প্রদান করা হয়েছে । গ্রুপটির সাথে সম্পৃক্ত ইউনিয়ননের বিশ্ববিদ্যালয় ও কলেজ পড়ুয়া স্বেচ্ছাসেবক হয়ে প্রতিটি গ্রামের দুস্থ ও অসহায় পরিবার গুলোকে বাড়ি গিয়ে বৃহস্পতিবার ও শুক্রবার এসব খাদ্য সহায়তায় গুলো পৌছে দিয়েছেন।
অনলাইন ভিত্তিক গ্রুপটির এডমিনদের মুখপাত্র, ঢাকা জজ কোর্টের এডভোকেট সাজিদ হোসেন সোহাগ জানান যে, স্থানীয়ভাবে করোনা কালীন দুর্যোগ মোকাবেলা করার জন্যেই আমরা গ্রুপটি গঠন করেছি, দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্তে কর্মরত ইউনিয়নটির জ্ঞানী-গুণী ব্যক্তিত্ব, শিক্ষক,পুলিশ কর্মকর্তা,আইনজীবী,ডাক্তার, প্রকৌশলী, সাংবাদিক, প্রবাসী, ব্যাংক কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী, উদ্যোক্তা ও ব্যবসায়ীসহ নানা পেশার লোকজন গ্রুপটির সাথে সম্পৃক্ত রয়েছেন।
তিনি আরো জানান, প্রথম পর্যায়ে ৬৮ টি পরিবার কে আমরা খাদ্য সহায়তা দিয়েছি। গ্রুপটির সাথে সম্পৃক্ত ভলান্টিয়াররা প্রতিনিয়ত বিভিন্ন ওয়ার্ডের পাড়ায় পাড়ায় অসহায় দুস্থ পরিবারগুলোর খোজ খবর রাখছেন। দেশ ও বিদেশের বিভিন্ন যায়গায় অবস্থান করা সকল পেশার কর্মরত ব্যক্তিদের হতে প্রাপ্ত অর্থ ও অনুদান গুলো একত্রিত করে, আমরা জরুরি ভিত্তিতে ঈদের পূর্বেই দুস্থ ও গরিব পরিবার গুলোকে খাদ্য সহায়তা দিয়ে তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার চেষ্টা করেছি।