নজরুল ইসলাম, শ্রীনগর ( মুন্সীগন্জ) থেকে: মুন্সীগন্জ জেলা শ্রমিকলীগের সহসভাপতি আলহাজ্ব হাসান শেখ খোকন ঈদ শুভেচ্ছা জানিয়েছেন। তিনি শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের জুশুরগাও গ্রামের সাবেক মেম্বার ছিলেন।
ইউ পি সদস্য থাকা কালীন সময়ে খোকন মেম্বার সততা ও নিষ্ঠার সাথে জনসেবা করে একদিকে যেমন সুপরিচিত হয়েছেন, অন্যদিকে হয়েছেন জনগণের আস্থাভাজন ব্যক্তি। একজন দানশীল ব্যক্তি হিসেবেও এলাকায় সমধিক পরিচিত।
পাটাভোগ ইউনিয়নের বেশ কয়েকজন মুরব্বী জানান, করোনা ভাইরাসের এই দুঃসময়ে খোকন মেম্বার ৯ টি ওয়ার্ডের ৩৬০০ পরিবারকে নগদ অর্থ সহ খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। এছাড়াও তিনি ঐ ইউনিয়নের অধিকাংশ মসজিদের উন্নয়ন কজের জন্য লাখ লাখ টাকা দান করেছেন।
এলাকার গরীব দুঃখী মানুষের মেয়ের বিয়েশাদিতে তিনি হাতখুলে দান করে থাকেন। এমনিভাবে মানুষের সুদিন দুর্দিনে পাশে থেকে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেয়ার জন্য খোকন মেম্বার তার নিজ এলাকায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন।
আর এ কারনেই আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে তাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠছে সাধারণ জনগন। এবিষয়ে আলহাজ্জ হাছান শেখ খোকনের কাছে জানতে চাইলে, তিনি বলেন, নির্বাচন বড়কথা নয়, মানুষ সৃষ্টির সেরাজীব। এই মানুষের সেবা করলেই আল্লাহ তায়া’লার নৈকট্য লাভ করা যায়।
তাছাড়া সেবা হচ্ছে পরম ধর্ম। এই রমজান মাসের সিয়াম সাধনা আর আত্মশুদ্ধির মধ্য দিয়ে আমাদের মত বিত্তবান লোকেরা যাতে নিজেদেরকে মানব কল্যানে নিবেদিত করতে পারি, সে প্রত্যাশায় পাটাভোগ ইউনিয়নের সর্বস্তরের জনগণের প্রতি রইল পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক।