স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জের লৌহজংয়ে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া অসহায়, গরীব ৪ সহস্রাধিক পরিবারের মাঝে খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
লৌহজং উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ হকি ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ শিকদারের উপজেলার বৌলতলী ইউনিয়নের নিজ বাসায় তাঁর নিজস্ব অর্থায়নে শুক্রবার বেলা ১১টার সময় ২ হাজার দুস্থের মাঝে জনপ্রতি ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়।
লৌহজংয়ে এ প্রথম ব্যতিক্রমভাবে ত্রাণ বিতরণ করেছেন আব্দুর রশিদ শিকদার। খাদ্যসামগ্রী গ্রহণ করার আগে প্রবেশপথে জীবাণুনাশক কক্ষ দিয়ে সবাইকে প্রবেশ করিয়ে জীবাণুমুক্ত করা হয় এবং সামাজিক দূরত্ব বজায় রেখে দুস্থদের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এর আগে এ দিন সকাল ১০টায় উপজেলার হলদিয়া ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হকের নিজ অর্থায়নে তাঁর নিজ বাসায় দুই হাজার গরীব মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রীর মধ্যে ছিল ২ কেজি পোলাউর চাল, আড়াইশ গ্রাম ঘি, ১টি মুরগী, এক প্যাকেট সেমাই, ১ কেজি চিনি ও ১ কেজি গুঁড়োদুধ। খাদ্য ও ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে দুটিতে মুন্সীগঞ্জ-২ আসনের সাংসদ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি প্রধান অতিথি হিসেবে অসহায় ও গরীব মানুষের হাতে এসব সামগ্রী তুলে দেন।
এ সময় সাংসদের সাথে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওসমান গণি তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাবিরুল ইসলাম খান, উপজেলা সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী এ্যাবা গ্রুপের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান মৃধা শিপন, বৌলতলী ইউপি চেয়ারম্যান মালেক শিকদার, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ফয়সাল শিকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ হোসেন ইমন প্রমুখ।