শিউ মতিন
আবারো আমাদের মায়ের মতোই, বুক আগলে বাঁচালো সুন্দরবন, ঝড়ের রোষ থেকে। এ বন মমতায়, ভালবাসায়, আস্থায় বারবার আমাদের ঋণী করে দিয়ে যায়। হায়!
আমরা এতোই নির্বোধ, স্বার্থপর আর অবিবেচক যে নিজের স্বার্থেও আমরা এ বনকে যত্নে, ভালবাসায় লালন করি না।
করোনার মতো মহামারী, আমফানের মতো ঝড়টি, মানুষের শুভ বোধ জাগ্রত করতে পারেনা, বাঘ ভালুক, সাপ, সিংহও তো তাদের বিপদে, তাদের আচরণকে সংযত করে। আমরা সৃষ্টির সেরা হয়েও তা পারিনা। মানুষ কি এখন পৃথিবীতে সবচেয়ে নির্বোধ প্রাণি….? আমি জানিনা… জানিনা, শুধু জানি আমার দেশকে, এ-ই পৃথিবীকে ভালবাসায়, যত্নে লালন পালন করতে হবে, না হয় নিশ্চিহ্ন হয়ে যাবে এ-ই পৃথিবী ও মানবজাতি।