নিজস্ব প্রতিবেদক,বগুড়া: বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ এর ব্যক্তিগত তহবিল থেকে বৃহস্পতিবার দুপুরে বগুড়া মুক ও বধির বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান শামীমের কাছে বিদ্যালয়ের ছাত্রদের আর্থিক অনুদান প্রদান করা হয়। বগুড়া জেলা বিএনপির যুগ্ম আবহবায়ক এ্যাড. একেএম সাইফুল ইসলাম, যুগ্ম আবহবায়ক ফজলুল বারী তালুকদার বেলাল উপস্থিত থেকে আর্থিক অনুদানের অর্থ প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম, যুগ্ন-আহবায়ক জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মাজেদুর রহমান জুয়েল ও যুগ্ন-আহবায়ক সরকার মুকুল, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, শহর ছাত্রদলের সাবেক সভাপতি সৌরভ হাসান, এমপির ব্যাক্তিগত সহকারি আব্দুল আজিজ ও সাইদুল ইসলাম প্রমূখ।