নিজস্ব প্রতিবেদক, বগুড়া: বগুড়া পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে ঈদ-সামগ্রী বিতরন করা হয়েছে। শুক্রবার বিকেলে শহরের পৌর এলাকার১৮ নম্বর ওয়ার্ডে অসহায় দুঃস্থ্য এবং কর্মহীনদের মাঝে এ ঈদ-সামগ্রী বিতরন করা হয়। জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক কাউন্সিলর সিপার আল বখতিয়ার এর উদ্যোগে এবং যুবদল নেতা রাঙ্গার সার্বিক ত্বত্তাবধানে এ সকল সামগ্রী বিতরন করেন জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম, শহর যুবদলের সাবেক সভাপতি মাসুদ রানা, জুম্মন আলী শেখ, জাফরুল আলম জিতু, রানা মন্ডল, আব্দুর রাজ্জাক, আব্দুল্লাহ আল মামুন রাজীব, বিপ্লব, পিয়াস, আকরাম, আপেল, স্বপন প্রমুখ।