নিজস্ব প্রতিবেদক: তথ্য কমিশনের সাবেক সচিব তৌফিক আলমের মৃত্যুতে গভীর শোক ও দু:খপ্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ।
তথ্য কমিশনের সচিব হিসেবে দায়িত্বপালন শেষে অবসরছুটি ভোগরত তৌফিক আলম রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মৃত্যুবরণ করেন। তিনি বিসিএস ৮৬ ব্যাচের অতিরিক্ত সচিব হিসেবে অবসরে যান। (তথ্য কমিশনের সচিব পদটি অতিরিক্ত সচিব পদমর্যাদার)।
তথ্যমন্ত্রী ও প্রধান তথ্য কমিশনার পৃথক শোকবার্তায় তৌফিক আলমের দীর্ঘ চাকুরিজীবনের কথা স্মরণ করেন। তারা প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।-পিআইডি