নিজস্ব প্রতিবেদক, বগুড়া: বগুড়ায় বিএনপির কেন্দ্রীয় সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক জয়নাল আবেদীন চাঁনের তদারকিতে অসহায় ও দুঃস্থ্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে।
শুক্রবার বিকেলে বগুড়ার পুরাতন সদর উপজেলা অফিস (সিও) অফিস প্রাঙ্গনে এ সামগ্রী বিতরন করা হয়। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নির্দেশে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়। চাল, চিনি, সেমাইসহ বিভিন্ন ঈদ সামগ্রী সম্মিলিত একটি ব্যাগ সবার হাতে ধরিয়ে দেয়া হয়।
বিতরনকালে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মঞ্জুরুল হক, জেলা যুবদলের সাবেক সভাপতি সিপার আল বখতিয়ার, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, শহর যুবদলের সাবেক সভাপতি মাসুদ রানা, বিএনপি নেতা রফিক হোসেন, আবু সায়েদ, আব্দুল জব্বার টুকু, কৃষকদল নেতা রাজু, জাহেদ আলী।
উপস্থিত সাধারন মানুষদের মাঝে দেয়া এক সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, বিএনপি গণমানুষের দল। অসুস্থ বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন, আগামীতে খালেদা জিয়া দ্রুত সুস্থ্য হয়ে আবারো আন্দোলন সংগ্রামের ডাক দেবেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুবদল নেতা জুম্মন আলী শেখ, জাফরুল আলম জিতু, রানা মন্ডল, আব্দুর রাজ্জাক, আব্দুল্লাহ আল মামুন রাজীব, বিপ্লব, পিয়াস, আকরাম, আপেল প্রমুখ।