নিউজ ডেস্ক: করোনাভাইরাসের বিস্তাররোধে বন্ধ থাকা ঢাকার সদরঘাট এলাকায় ভিড়ে থাকা দেড়শ লঞ্চে এর কর্মীদের ‘ঈদ উপহার’ দিল বিআইডিব্লিউটিএ।
বৃহস্পতিবার এই উপহারগুলো দেওয়া হয় বলে জানান ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক একেএম আরিফ উদ্দিন। তিনি বিডিনিউজ বলেন, “প্রায় দুমাস ধরে অলস বার্দিংয়ে থাকা যাত্রীবাহী লঞ্চে অবস্থানরত মাস্টার, ড্রাইভার, সুকানীসহ লঞ্চস্টাফদের মাঝে অত্যন্ত সুশৃংখলভাবে অতিপ্রয়োজনীয় খাদ্য সমাগ্রী বিতরণ করা হয়।”
১৫০টি যাত্রীবাহী লঞ্চের প্রতিটিতে ২৫ কেজি চাল, ৫ কেজি ডাল, ৫ কেজি পেঁয়াজ, ৫ লিটার সয়াবিন তেল দেওয়া হয়। করোনাভাইরাসের বিস্তার রোধে গত ২৪ মার্চ থেকে সারাদেশে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। ফলে ঢাকা নদী বন্দর দিয়ে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ২২ জেলায় ৪৩ নৌপথে প্রতিদিন ছোট বড় ৮০টি লঞ্চে গড়ে লক্ষাধিক নৌযাত্রীর চলাচল বন্ধ রয়েছে।
আরিফ বলেন, কর্মহীন হয়ে অসহায়ত্বের মধ্যে পড়েছে নদী, নৌযান আর বন্দরনির্ভর বিপুল সংখ্যক কর্মজীবী, দিনমজুর।
“বিষয়টি বিবেচনায় এনে পরিস্থিতির শুরু থেকেই নৌশ্রমিক, কুলি, দিনমজুর, মাঝি, জেলে, ভবঘুরে, ছিন্নমূল, প্রতিবন্ধীসহ সদরঘাট ও ঢাকা নদী বন্দরকেন্দ্রিক নানা শ্রেণীর অসহায় মানুষের মাঝে বিআইডব্লিউটিএ’র পক্ষ থেকে কয়েকদিন অন্তর অন্তর সুশৃঙ্খলভাবে শারীরিক দূরত্ব বজায় রেখে ত্রাণ বিতরণ এবং চরম অসহায় ২০০ মানুষের মাঝে রমজানের পূর্ব পর্যন্ত দুপুরে রান্না করা খাবার ও রমজান শুরু থেকে ইফতার ও সেহরি বিতরণ করা হচ্ছে।”