36 C
Dhaka
Monday, January 18, 2021
No menu items!

অভিনেত্রী জাহ্নবীদের বাড়িতে আরও দুই করোনা রোগী

বিনোদন ডেস্ক: করোনার জেরে ভারতে চলছে চতুর্থ দফার লকডাউন। দেশটিতে পাল্লা দিয়ে বেড়ে চলছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এই মরণ ভাইরাসের গ্রাস থেকে রক্ষা পাচ্ছেন না তারকারাও। তাদের অনেকের বাড়িতেও ইতোমধ্যে হানা দিয়েছে করোনা। কোনও কোনও তারকা নিজে আক্রান্ত হয়েছেন বা হচ্ছেন, আবার কোনও তারকার বাড়ির কাজের লোকের শরীরে পাওয়া যাচ্ছে এই ভাইরাসের অস্তিত্ব।

দুইদিন আগে প্রয়াত সুপারস্টার নায়িকা শ্রীদেবীর স্বামী ও হালের নয়া সেনসেশন জাহ্নবী কাপুরের বাবা প্রযোজক বনি কাপুর এক প্রেস বিবৃতিতে জানান, তাদের বাড়ির এক রাঁধুনী করোনায় আক্রান্ত। এবার জানা গেল, একজন নয়, জাহ্নবীদের বাড়ির আরও দুই পরিচারকও করোনায় আক্রান্ত হয়েছেন। যদিও বলিউডের স্বনামধন্য এই পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি।

তবে মুম্বাইয়ের ‘স্পটবয়’ ম্যাগাজিনের খবর বলছে, ওসিয়াড়া থানার ভারপ্রাপ্ত অফিসার দয়ানন্দ ভানগড় জাহ্নবীদের বাড়ির আরও দুই পরিচারকের করোনা আক্রান্ত হওয়ার কথা স্বীকার করে নিয়েছেন। ইতোমধ্যেই মুম্বাইয়ের গ্রিন একর আবাসনটি সিল করে দেয়া হয়েছে। এই আবাসনেই বাবা বনি কাপুর ও ছোট বোন খুশি কাপুরের সঙ্গে থাকেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। হোম কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে তাদের সবাইকে।

এদিকে আক্রান্ত গৃহপরিচারকদের থেকে কাপুর পরিবারের কেউ যাতে করোনায় আক্রান্ত না হন, খবরটি শোনার পর সেই কামনাই করছেন ভক্তরা। এর আগে করোনায় আক্রান্ত হন ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কণিকা কাপুর, প্রযোজক করিম মোরানি এবং তার দুই মেয়ে। এছাড়া বাঙালি অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্যের রাঁধুনীরও করোনায় আক্রান্তের খবর পাওয়া যায়। তবে বর্তমানে তারা সবাই সুস্থ।

সর্বশেষ

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মুক্তিযোদ্ধাদের খসড়া তালিকা প্রকাশ: মন্ত্রী

নিউজ ডেস্ক: ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মুক্তিযোদ্ধাদের খসড়া তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

২৫ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত জনশুমারির মূল শুমারি অনুষ্ঠিত হবে

নিউজ ডেস্ক: আগামী ২৫ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত জনশুমারির মূল শুমারি অনুষ্ঠিত হবে। এ এক সপ্তাহের সারা দেশের মানুষকে গণনার আওতায় আনা...

কথা রাখছেন’ ট্রাম্প সমর্থকেরা, বাইডেনের অভিষেক ঘিরে সশস্ত্র মহড়ায় সমাবেশ

‘নিউজ ডেস্ক: কথা রাখছেন মার্কিন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উগ্র সমর্থকরা। বড় আকারে সমাবেশের আয়োজন না করতে পারলেও ওহাইও অঙ্গরাজ্য থেকে ওয়াশিংটন...

মারা গেলেন হত্যার দায়ে সাজাপ্রাপ্ত সংগীত প্রযোজক

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রখ্যাত সংগীত প্রযোজক ফিল স্পেক্টর ৮১ বছর বয়সে মারা গেছেন। মৃত্যুর আগ পর্যন্ত হত্যার দায়ে কারাবন্দী ছিলেন তিনি। এক...

এবার চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে দাওয়াত পাননি ববিতা

নিউজ ডেস্ক: বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হয়ে গেলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান ২০১৯। রোববার (১৭ জানুয়ারি) এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের...