ছবি ও তথ্যঃ মিজানুর রহমান ঝিলু
করোনা কালে মানুষ বিপদের মধ্যে রয়েছে, কিন্তু প্রাণি ও প্রকৃতি রয়েছে আগের যে কোনো সময়ের চেয়ে নিরাপদ। এই সুযোগে তাই প্রাণিকুল এখন অবাধে বিচরণ করছে যত্রতত্র।
এমনকি বনেবাদাড়ে বসবাসকারী অনেক জীবজন্তু, পশুপাখির লোকালয়ে চলে আসার খবর শোনা যাচ্ছে।
তেমনি একটি পানকৌড়ি সম্প্রতি লৌহজং উপজেলার উত্তর হলদিয়া নতুনকান্দি এলাকার জনবহুল একটি স্থানে চলে আসে।
এ সময় পানকৌড়িটি মনের সুখে পুকুরে ডুব দিয়ে মাছ ধরে এবং গোসল সেরে ঘাটের বাঁশের ডগায় বসে ডানা মেলে ধরে।