কাজী সাব্বির আহমেদ দীপু মুন্সীগঞ্জ: নির্বাহি ম্যাজিষ্ট্রেটসহ মুন্সীগঞ্জে নতুন আরও ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার প্রাপ্ত ১৪৪ জনের নমুনার রিপোর্টে নতুন এ ২৮ জন নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা দাড়াঁল ৪৮৮ জনে। এছাড়া করোনা সংক্রমনের আক্রান্ত হয়ে বৃহস্পতিবার পর্যন্ত জেলার ৬টি উপজেলায় মৃত্যু হয়েছে ১৬ জন।
এদিকে উপসর্গ নিয়ে মারা যাওয়া সদর উপজেলার মালিপাথর এলাকার আব্দুল হালিম (৬৫) ও মুন্সীগঞ্জ পৌরসভার চরকিশোরগঞ্জ এলাকার আব্দুল কাদের (৬০) এর নমুনা পরিক্ষায় করোনা শনাক্ত হয়েছে। অন্যদিকে বৃহস্পতিবার আরও ১০ জন করোনা জয় করেছেন। এ নিয়ে জেলায় করোনা জয় করার সংখ্যা ১০০ জনে দাড়িয়েছে বলে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে।
সূত্র মতে, নতুন শনাক্তদের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায় ১৬ জন, শ্রীনগর উপজেলায় ৭ জন, সিরাজদিখান উপজেলায় ৩ জন ও গজারিয়া উপজেলায় ২ জনের করোনা শনাক্ত হয়। গত ১৯ ও ২০ মে প্রেরিত নমনা পরিক্ষার পর বৃহস্পতিবার ১৪৪ জনের ফলাফল পাওয়া যায়। এর মধ্যে নতুন ২৮ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। বাকী ১১৬ জনের ফলাফল নেগেটিভ এসেছে।
সূত্র আরও জানায়, এ পর্যন্ত জেলা থেকে ২৮৪৫ জনের নমুনা প্রেরণ করা হয়েছিল ঢাকায়। বৃহস্পতিবার ১৪৪ জনের নমুনার ফলাফল পাওয়া যাওয়ায় আর কোন নমুনা পরিক্ষা পেন্ডিং নেই।
জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, নতুন আক্রান্ত ২৮ জন করোনা শনাক্তদের বাড়িঘর লকডাউনের আওতায় নিতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহি কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ জানান, করোনা শনাক্তদের আইসোলেশনে থাকার ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহি কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের বলা হয়েছে।