শায়লা রহমান তিথি
মনের ঘরে জ্বালিয়ে পিদীম
তাড়াও অন্ধকার
দেখবে তখন রোদ ঝলোমল
জগৎ চমৎকার।
হীনকাতর মনের পাথর
ছুঁড়ে ফেলো দূরে
দেখবে জীবন কতই মধুর
মোহন বাঁশির সুরে।
পরকে হেয় করতে গিয়ে
দোষটা ধরো যত
সবাই তখন বুঝেই নিবে
তোমার ওজন কত।
নিজকে চিনে নাও গো আগে
গুণীজনে বলে
নয়তো কেবল ফুটোই হবে
তোমার নিজের থলে।
সব মানুষই জগতটাকে
নিজের মতো ভাবে
তোমার কথার গুণেই মানুষ
তোমায় জেনে যাবে।