36 C
Dhaka
Wednesday, January 20, 2021
No menu items!

ঘূর্ণিঝড় আম্পান: বৃষ্টিতে তলিয়েছে কলকাতা বিমানবন্দর, স্থাপনা ক্ষতিগ্রস্ত

নিউজ ডেস্ক: ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আম্পানের ছয় ঘণ্টার তাণ্ডব ও প্রবল বৃষ্টিপাতে কলকাতা বিমানবন্দর তলিয়ে গেছে ও বিমানবন্দরটির বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভারতের্ পশ্চিমবঙ্গ রাজ্যের ওপর দিয়ে ঘণ্টায় ১২০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে বয়ে যাওয়া ঝড় ও সঙ্গে ভারি বৃষ্টিপাত ধ্বংসের একটি ধারা রেখে গেছে বলে এনডিটিভি জানিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কলকাতাসহ রাজ্যটির দক্ষিণাঞ্চলীয় জেলাগুলোতে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

কলকাতা বিমানবন্দরের অন্তত একটি টারমাক, কয়েকটি রানওয়ে ও হ্যাঙ্গার পানিতে তলিয়ে গেছে। বিমানবন্দরের একটি অংশে কয়েকটি হ্যাঙ্গারের ছাদ ধসে পড়েছে, গণমাধ্যমে আসা ছবিতে এমনটি দেখা গেছে।

একটি উড়োজাহাজকে হাঁটু সমান পানিতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, অব্যবহৃত দুটি হ্যাঙ্গার ক্ষতিগ্রস্ত হয়ে মেরামতের অযোগ্য হয়ে পড়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত বিমানবন্দরটির সব কার্যক্রম বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে ২৫ মার্চ থেকে ভারতজুড়ে লকডাউন শুরু হয়। তখন থেকে এ বিমানবন্দরে যাত্রী চলাচল বন্ধ আছে। শুধু মালবাহী বিমান ও আটকে পড়া লোকজনকে সরিয়ে নেওয়ার জন্য কিছু ফ্লাইট চলাচল করছিল।

স্থানীয় সময় বুধবার দুপুর প্রায় আড়াইটার দিকে আম্পান বঙ্গোপসাগর থেকে পশ্চিমবঙ্গের উপকূল হয়ে স্থলে উঠে আসতে শুরু করে। এরপর থেকে শুরু হওয়া তীব্র ঝড় ও প্রবল বৃষ্টিতে গাছপালা উপড়ে পড়ে, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়, কলকাতা ও বহু এলাকার অনেক ঘরবাড়ি ভেঙে পড়ে।

সর্বশেষ

করোনায় দেশে সাড়ে আট মাসে সবচেয়ে কম মৃত্যু

নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা) করোনাভাইরাসে সংক্রমিত হয়ে দেশে মারা গেছেন আরও ৮ জন। এ...

ভাঙ্গায় সড়ক দূর্ঘটনার দুই মহিলাসহ ৩ জন নিহতঃ আহত ১৫

মাহমুদুর রহমান(তুরান)ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃফরিদপুরের ভাঙ্গায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একটি যাত্রীবাহী লোকাল বাসের ৩ যাত্রী নিহত জয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরও...

মাদারীপুরের রাজৈরে কুঠিবাড়ি প্রবাসী কল্যাণ সংগঠনের শুভ উদ্বোধন

মাতুব্বর শফিক স্বপন, মাদারীপুরঃ মাদারীপুরের রাজৈর উপজেলার কুঠিবাড়ি প্রবাসী কল্যাণ সংগঠন( কুপ্রকস) নামে একটি অরাজনৈতিক সেচ্ছাসেবীমুলক একটি সামাজিক সংগঠনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত...

লৌহজংয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির কোঠা বৃদ্বির দাবিতে শিক্ষার্থীদের মানবন্ধন কর্মসুচি পালন

লৌহজং(মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের লৌহজংয়ের হলদিয়া উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেনীতে ভর্তি থেকে বাদ পরা দেড় শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকদের এক মানববন্ধন কর্মসুচি...

কালকিনিতে ক্ষুদ্র ব্যবসায়ীর বাড়িঘর ভাঙচুর

মাতুব্বর শফিক স্বপন,মাদারীপুর: আসন্ন কালকিনি পৌরসভা নির্বাচনকে সামনে রেখে স্বতন্ত্র প্রার্থী সোহেল রানা মিঠুর সমর্থক নুরুজ্জামান রাঢ়ি নামের এক ফল ব্যবসায়ীর বাড়িঘর...