36 C
Dhaka
Thursday, January 21, 2021
No menu items!

করোনা পরবর্তী বিশ্বঅর্থনীতি ও আমাদের সম্ভাবনা

অভিজিৎ বড়ুয়া অভি

করোনা পরবর্তী বিশ্ব ব্যবস্থায় এক বিশাল পরিবর্তন আসার সম্ভাবনা প্রকট, রাজনৈতিক ও ব্যবসায়িক। শুরু হবে অনেক নতুন নতুন মেরুকরণ। আমেরিকা, ইউরোপীয় ও অন্যান্য দেশগুলো ভেঙে যাওয়া স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থাপনায় নজর দিতে বাধ্য হবে।

বিপুল সংখ্যক আক্রান্ত জনগোষ্ঠীর স্বাস্থ্য সমস্যার কারণে কর্মী এবং দক্ষ জনশক্তি ঘাটতি হবে । ফলশ্রুতিতে কলকারখানার উৎপাদন কমবে, ভ্রমণ ব্যবসা কমবে, রেস্টুরেন্ট ব্যবসা কমবে। এই পেক্ষাপটে আমাদের বাংলাদেশের ব্যবসার নতুন দ্বার উম্মোচিত হবে । নতুন নতুন ব্যবসার সম্ভাবনা সৃষ্টি হবে।

আমেরিকা, ইউরোপীয় ও অন্যান্য দেশগুলোর চীনের প্রতি , চীনের পণ্যের প্রতি অনীহা প্রকাশ হবে। আমেরিকা, ইউরোপীয় দেশগুলো, জাপান, দক্ষিণ কোরিয়ার মতন দেশ, চীনে ব্যবসা ও কলকারখানা বন্ধ করবে এবং চীনের পণ্যের আমদানি হ্রাস করবে। ফলশ্রুতিতে আমাদের নতুন নতুন ব্যবসার সম্ভাবনা সৃষ্টি হবে।

তাই আমাদের সরকারের উচিত বিশেষজ্ঞ বিভাগ গঠন করে ব্যবসার সম্ভাবনা সৃষ্টির খাত গুলো চিহ্নিত করা । একজন ব্যবসায়ী ও ব্যবসা সংক্রান্ত বিষয়ের ছাত্র হিসেবে মনেকরি যেকোনো যুদ্ধ বা বিপর্যস্ত অবস্থার পর শুরু হয় নতুন সম্ভাবনা।