বিনোদন ডেস্ক: ‘সারেগামাপা’খ্যাত বিতর্কিত সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেল সম্প্রতি তার ফেসবুক পেজে একটা স্ট্যাটাস দিয়ে নিন্দার মুখে পড়েছেন।
স্ট্যাটাসে তিনি লিখেছেন, বাংলাদেশের সংগীতশিল্পীদের গত দশ বছরে কোনো অর্জন নেই। এমনকি সংগীত লেজেন্ডেদেরও তিনি গান শেখানোর কথা তার স্ট্যাটাসে উল্লেখ করেছেন।
নোবেলের এমন ঔদ্ধত্যপূর্ণ কথায় সামাজিক যোগাযোগমাধ্যমে সংগীতপ্রেমী শ্রোতা ও সংগীতের মানুষেরা তার বিরুদ্ধে ঝড় তুলেছেন।
তবে এমন স্ট্যাটাস দেয়ার কারণ নিয়ে মুখ খুললেন। তার ভাষায় এটা একটা তামাশা ছিলো, নিজের গানের প্রচারের জন্য একরকম নেগেটিভ মার্কেটিংয়ের আশ্রয় নিয়েছেন তিনি।
নোবেল বললেন, ‘তামাশা’ নামে আমার একটি মৌলিক গান আগামী মাসে আমার ইউটিউব চ্যানেল ‘নোবেলম্যান’ থেকে প্রকাশিত হবে। গানটির প্রকাশের আগে আগে একধরনের তামাশা করেই মার্কেটিং কৌশল নিয়েছি। এর বাইরে কিছুই নয়।
কিন্তু মার্কেটিং কৌশল করতে গিয়ে এমন বিরূপ মন্তব্য? এই প্রসঙ্গে সহসা খ্যাতি পাওয়া এই শিল্পী বলেন, আমি তো আগেই বলেছি, এটি গানের মার্কেটিং কৌশল। তবে আমি জানি, এই স্ট্যাটাসে গানের লেজেন্ডরা রাগ করছেন, আমাকে খারাপ বলছেন। আমি তাদের কাছে মাফ চাইছি, ক্ষমা চাইছি। প্রয়োজন হলে সামাজিক যোগাযোগমাধ্যমে গিয়ে মাফ চাইব। আমি সত্যি সত্যি তো তাদের এ কথা বলিনি। গানের প্রচারের জন্য বলেছি।
‘তামাশা’ গানটি ৭ জুনের মধ্যে আসবে। একই সঙ্গে হিন্দি ও ইংরাজিতেও প্রকাশিত হবে গানটি। লেখা, সুর ও সংগীত জিহানের। ভিডিওর কাজ চলছে।