স্পোর্টস ডেস্ক: করোনার জেরে দীর্ঘদিন ধরে গোটা বিশ্বেই বন্ধ সবধরণের খেলা৷ বন্ধ ক্রিকেটও৷ ইউরোপে ধীরে ধীরে বিভিন্ন দেশে ফুটবলের লিগগুলি শুরু হলেও ক্রিকেট এখনও চালু হয়নি কোনও দেশেই৷ তবে দর্শকবিহীন মাঠে ক্রিকেট চালুর একটা চিন্তাভাবনা করা হচ্ছে৷
দর্শক ছাড়া খেলতে কেমন লাগবে, তা ভেবেই দিন কাটছে ক্রিকেটারদের৷ প্রাক্তন পাক ক্রিকেটার শোয়েব আখতারও দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের পক্ষে নন৷
সোশ্যাল মিডিয়া অ্যাপ হেলো-র লাইভ শো-তে শোয়েব বলেন, ‘‘খালি স্টেডিয়ামে ক্রিকেট খেলা হয়তো ক্রিকেট বোর্ডগুলোর পক্ষে সম্ভব এবং আর্থিক কারণে জরুরি। কিন্তু আমি মনে করি খালি স্টেডিয়ামে ক্রিকেট খেলা আর কনে ছাড়া বিয়ে একই কথা। খেলার জন্য দর্শক জরুরি। আমি আশা করি এক বছরের মধ্যেই করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।’’