36 C
Dhaka
Wednesday, January 27, 2021
No menu items!

টঙ্গিবাড়ীতে ১৪৮ পরিবারের মাঝে রমজানের হাদিয়া বিতরণ

কাজী দীপু মুন্সীগঞ্জ: টঙ্গিবাড়ীতে সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদের উদ্যোগে ধীপুর ইউনিয়ন ঐক্য তহবিলের পক্ষ থেকে করোনা ভাইরাস পরিস্থিতির কারনে ক্ষতিগ্রস্ত ১৪৮ টি পরিবারকে রমজানের হাদিয়া হিসাবে উপহার সামগ্রী দেয়া হয়েছে।

বুধবার বেলা ১১টার দিকে উপজেলার মারিয়ালয় নিজবাড়ীতে এ উপহার সামগ্রী দেওয়া হয়। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাউল, ডিম, সয়াবিন তেল, মশুর ডাল, ছোলা, চিনি, সাবান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বেলায়েত শাহীন, ধীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মকবুল হোসেন।

অন্যদিকে মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী জনাব মিজানুর রহমান সিনহাকে এই তহবিলে অংশ গ্রহণ করায় আন্তরিক ধন্যবাদ জানিয়েছে ঐক্য পরিষদ।

জানা গেছে, এই তহবিলে আরো অংশ গ্রহণ করেছেন ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ, সর্বজনাব আক্তার হোসেন মোল্লা (চেয়ারম্যান, ধীপুর ইউনিয়ন পরিষদ), আঃ রাজ্জাক বেপারি (ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি), নবীন কুমার রায় ( উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক), আলী হোসেন (বিশিষ্ট ব্যাবসায়ী, মারিয়ালয়), হাবিবুর রহমান (বিশিষ্ট শিল্পপতি, নগরকান্দি), কাজী শাহ আলম (যুব লীগ নেতা, মারিয়ালয়), শাহেদ আলী মোল্লা (আওয়ামী লীগ নেতা, ঢুলিহাটা), সেলিম সারোয়ার (বিশিষ্ট শিল্পপতি, ঢুলিহাটা), মামুন বেপারি (আওয়ামী লীগ নেতা, ধীপুর), হাকিম মেম্বার (যুব লীগ নেতা, নগরকান্দি), শেখ নুর ও আঃ আজিজ (রংমেহার ওয়ার্ড আওয়ামি লীগ), মনির সরদার (সমাজ সেবক, মারিয়ালয়), সিরাজুল ইসলাম (ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি, নয়ানন্দ), সৌদি আরব প্রবাসী মারিয়ালয় নিবাসী শামিম শিকদার, জানে আলম (ছাত্র), ওয়াহিদ মাল (নিরাপদ সড়ক চাই নেতা,শিমুলিয়া), কাজী কবির (বিশিষ্ট ব্যাবসায়ী, মারিয়ালয়), নুরে আলম (প্রবাসী, নগরকান্দি)। আল্লাহ এদের সবাইর দানকে কবুল করুন।

সর্বশেষ

মার্চের প্রথম সপ্তাহে খুলবে ঢাবির হল

নিউজ ডেস্ক: মার্চ মাসের প্রথম সপ্তাহে শুধুমাত্র অনার্স ও মাস্টার্স পরীক্ষার্থীর মধ্যে যারা আবাসিক (শিক্ষার্থী) তাদের জন্য হল খুলে দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত...

বগুড়ায় আলোচিত তুফান সরকারের ভাই সোহাগ সরকার গ্রেফতার

বগুড়া প্রতিবেদক: ৯৯৯এ কলপেয়ে বগুড়ায় ট্রাক মালিককে আটকে রেখে মারপিট ঘটনায় আলোচিত তুফান ও মতিন সরকারের ভাই সোহাগ সরকার(৪০)কে গ্রেফতার করেছে পুলিশ।...

ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে খুলতে পারে সরকারি প্রাথমিক: প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক: আগামী ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হতে পারে। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলে...

ভারতের প্রজাতন্ত্র দিবস প্যারেডে বাংলাদেশের সশস্ত্র বাহিনী

নিউজ ডেস্ক: আগামী ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস। করোনা মহামারি পরিস্থিতিতে এবার কোনও বিদেশি রাষ্ট্রপ্রধান উপস্থিত থাকবে না। তবে নয়াদিল্লিতে অনুষ্ঠিত প্যারেডে...

দেশব্যাপী টিকাদান কর্মসূচি ৭ ফেব্রুয়ারি শুরু: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে দেশে করোনা ভ্যাকসিন প্রয়োগের প্রাথমিক কার্যক্রম উদ্বোধন করবেন। উদ্বোধনের পরপরই নিবন্ধনের জন্য অনলাইন...