মোঃ ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুর: করোনাভাইরাসের প্রাদুর্ভাবে, গতকাল ১৯ মে মঙ্গলবার মেহেরপুর পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন, মেহেরপুর পৌরসভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গত ১৭ মে থেকে ১৯ মে মঙ্গলবার পর্যন্ত ১ হতে ৯ নং ওয়ার্ডের অসহায় কর্মহীন ১০০০ পরিবারের মাঝে ১৫ কেজি করে চাউল খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান সমাপ্ত করলেন।
এছাড়া মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটনের নিজ তহবিল থেকে, গতকাল ১৯শে মে-২০২০ মঙ্গলবার বিকালে বৃষ্টিতে ভিজে মেহেরপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে স্টেডিয়াম পাড়ায় প্রতিদিনের ন্যায় ৩৫০টি অসহায় কর্মহীন পরিবারের মাঝে, বাড়িতে বাড়িতে গিয়ে নিজ উদ্দেগ্যে খাদ্য সামগ্রী তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন- পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, ২নং ওয়ার্ড কাউন্সিলর আল মামুন, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর রিপন (লাড্ডু) ও ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ডলার সহ স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ এবং জেলা যুবলীগের নেতৃবৃন্দ।