মেরিনা সুলতানা
তুমি বলেছিলে-
একদিন সুদিন আসবেই
অপেক্ষা সেদিনের
কবে আসবে?
যখনি এক একটা
দুর্যোগ আসতো,
আসতো কোন প্লাবন
তখনই একটা দীর্ঘশ্বাস নিয়ে বলতে
সুদিন আসবেই।
অপেক্ষা করতে করতে
সে দিন আ…র এলো না।
তুমিও হারিয়ে গেলে
দিন গড়িয়ে মাস,
মাস গড়িয়ে বছর
এভাবে “বাবা” তুমি
চলেই গেলে
সুদিন করে করে।
আজ ষোলটি বছর
একসাথে আর আমাদের সুদিন দেখা হল না।
এখনো জোয়ারের পানিতে ভেসে আসে গলিত লাশের পঁচা গন্ধ,
সাইক্লোন,ভূমিকম্প,
দাবদাহ
সবকিছুই আগের মতন।
এখনও
পূর্ণিমার চাঁদ উঠে,
কিন্তু সবাই মিলে
ছাদে বসে
“আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে”
গানটি শোনা হয় না।
জানো!
এখন সামাজিকতা বিলুপ্তির পথে
কারো জন্ম, মৃত্যু বা বিয়েতে যাবার
রেওয়াজ উঠে গেছে।
এটাই কি সেই ‘সুদিন’?তুমি যা চাইতে!
এমনই সুদিন চলছে আমাদের,
যে দিনকে দেশের আঠারো কোটি মানুষ
মনে নিতে পারছে না পারছে না মানতে
সাতশত ঊনআশি কোটি বিশ্ববাসী।
সুদিনের এই তিনমাসে বলি দিতে হয়েছে
তিন লাখ বিশহাজার মানুষকে।
কতশত বলিদান হবে আর কে জানে?
তবু অপেক্ষা-
তুমি যেমনটা চাইতে
সেই সুদিনের,
একদিন সুদিন আসবেই।