টংগিবাড়ী প্রতিনিধি: টংগিবাড়ী উপজেলায় পথশিশু, রিক্সাচালক, হতদরিদ্র পথচারী ও মানসিক ভারসাম্যহীন ১৫০ জনের মাঝে রান্নাকৃত খাদ্য বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে টংগিবাড়ী মানবসেবা ফাউন্ডেশনের উদ্যেগে এসব খাদ্য সোনারং, বড়লিয়া টংগিবাড়ী বাজার এলাকায় বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনটির সভাপতি ইমরান আরেফিন, সাধারন সম্পাদক মোঃ রাহাত, যুগ্ন সম্পাদক হৃদয়, সাংগঠনিক সম্পাদক নাজমুল, বক্কর, পলাশ, অতুল, সাইফুল, জুবায়ের, নোবেল, আতিকুর, সাদিয়া আফরিন ও তানজিলা প্রমূখ।