সুহিতা সুলতানা
এখন পাখিরাও দূরত্ব বোঝে ,মানুষ বোঝে না!
অদৃশ্য অন্ধকারে মায়ার বিস্তার ক্রমশ শূন্যতার
দিকে নিয়ে যায়। বর্ণিল খাঁজ ভেঙে ভেঙে বিমর্ষ
হাওয়ায় উড়িয়ে দিয়েছে হৃদয়।আমার স্বপ্ন শৈশব
নিঃশব্দে ভোরের স্তব্ধ সরোবরে তোমার মুখোমুখি
বসে ,রহস্যের আলো -অন্ধকারে দিবসের যথাযথ
বৃত্তান্ত সংগৃহীত হতে হতে ক্রেনে উঠে যায় স্বপ্নের
দিগন্তে।কত আবেগ কত ঈর্ষা দূরত্ব ভেঙে দিয়ে
মৃত্যুর কাছাকাছি পৌঁছে গ্যাছে ঘোলা জল অবধি
সকল নিষেধ অগ্রাহ্য করে খা খা দুপুরে নিভৃত
প্রকৃতির কাছে যারা স্বপ্নহীন কাঁদে ,তারাও একদা
পাখি ছিল!তাদের আবাসনের নাম ছিল পাখিদের
গ্রাম । এরা করোনা বোঝে না ! স্মৃতি ভ্রষ্টতা বোঝে।