নিজস্ব প্রতিবেদক, বগুড়া: ভয়ংকর করোনায় সৃষ্ট পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া দলীয় নেতাকর্মী, সংবাদপত্র হকার্স ইউনিয়ন ও সাধারণ ছিন্নমুল মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে ঈদ সামগ্রী বিতরন করা হয়। মঙ্গলবার বেলা ১২টায় শহরের সূত্রাপুরের সাতানী মসজিদের সামনে এই সহায়তা বিতরন করা হয়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম এসব ঈদ সামগ্রী বিতরন করেন।
এসময় জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল ওয়াদুদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শ্রী পরিমল চন্দ্র দাস, এ্যাডঃ নাজমুল হুদা পপন, হাজী মিজানুর রহমান মিজান, সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি শাহ্ মো: মেহেদী হাসান হিমু, জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মাহমুদ শরীফ মিঠু, জেলা কৃষকদলের সাবেক সাধারন সম্পাদক ফার্মার রফিকুল ইসলাম, ফজলুল হক উজ্জ¦ল, কৃষকদলের জাহাঙ্গীর সওদাগড়, শেখ মাহবুব হাসান লিমন, আলীমুর রাজী তরুণ, হাসানুজ্জামান পলাশ, আবু জাফর জেমস্, রবিউল ইসলাম আউয়াল, মাহমুদুন নবী কনক, সৈয়দ নাহিদ, সোয়েব ইসলাম অভি, দুখু প্রমুখ।