সুব্রত দাস রনক, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জ সিরাজদিখানে বর্তমান পরিস্থিতিতে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া শেখরনগন ৯টি ওয়ার্ডের দরিদ্র ১৪শ পরিবারের মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন আল মুসলিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শেখরনগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শেখ মোঃ আমজাদ হোসাইন ।
মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু করে বিকাল পর্যন্ত শেখরনগর ইউনিয়ন পরিষদ মাঠে শেখরনগন এলাকার ৯টি ওয়ার্ডের ১১০০ দরিদ্র পরিবার এবং ৩০০ গাড়ির ড্রাইভার, শ্রমিক কর্মহীন পরিবারের প্রতি জনকে ৭ কেজি চাল,১ কেজি মসুর ডাল, ১টি হুইল সাবান,৫ কেজি আলু, পরিমাণের খাদ্য সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শেখর নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, আল মুসলিম গ্রুপের জি এম(প্রশাসন) রফিকুল হক তালুকদার(সেন্টু),শেখরনগর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ এ্যাডভোকেট রাকিবুল ইসলাম, সাব ইন্সপেক্টর মোঃ হাসান, শেখরনগর ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি শেখ মোঃ আইয়ুব (রতন), শেখরনগর ইউপি সদস্য মোঃ হেলাল খান,সমাজ সেবক মোঃ নুর হোসেন খান,সমাজ সেবক মোঃ আঃ মালেক মৃধা প্রমুখ।
আল মুসলিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শেখরনগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শেখ মোঃ আমজাদ হোসাইন বলেন, মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র কথা আজীবন মনে রাখবেন বাংলার মানুষ। করোনা সংকটে তিনি দেশের ৬৪ জেলার সাথে সংযুক্ত হয়ে কাজ করছেন তিনি। ৫০ হাজার মানুষের মাঝে একযোগে মোবাইলের মাধ্যমে ২৫শত টাকা করে বিতরণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। তিনি বাংলার মানুষের কল্যাণে দিন-রাত কাজ করছেন। তিনি একের পর এক নজির সৃষ্টি করে যাচ্ছেন। যা ইতিহাস হয়ে থাকবে।
তিনি আরোও বলেন, দের মাস এলাকায় অবস্থান করে আল মুসলিম গ্রুপের চেয়ারম্যানসহ সকল পরিচালক শেখরনগরসহ সিরাজদিখান-শ্রীনগরের প্রতিটি ইউনিয়নে মানবিক সহায়তা করে যাচ্ছি। করোনা সংকটে শেখরনগর ইউনিয়নের আ’লীগ সহ ছাত্রলীগ, যুবলীগ মানুষের পাশে দাড়িয়ে কাজ করছেন।