ফেরদাউসী কুঈন
আমি ছুঁলে,
পথের যে ধুলো
পথচারীর পায়ে উড়তে থাকে অনন্তকাল
সেও নিজেকে
দামি ভাবতে শুরু করে।
আমি ছুঁলে,
শুকনো যে পাতা
ভেঙে যায়
পায়ের সামান্য আঘাতে
সেও নিজেকে
দামি ভাবতে শুরু করে।
আমি ছুঁলে,
শীর্ণ যে ভিখিরি
দু’মুঠো অন্নের জন্য
ঘোরে দ্বারে দ্বারে
সেও নিজেকে দামি ভাবতে শুরু করে।
আর আমি না ছুঁলে,
দামি যে রত্ন
যা মুঠোয় পেতে চলে প্রাণান্ত চেষ্টা
সেও নিজেকে
বিপন্ন বোধ করে।