প্রকৌশলী মোঃ মঈনউদ্দিন
চীনদেশী ভাইরাস,
করোনা নাম।
কত কিছু থেমে গেছে,
থেমে গেছে কাম।
বাহিরে সাবধান,
করোনার ভয়।
চলাফেরা বাসাতেই,
বাহিরে নয়।
দিন দিন বাড়ছে,
রোগীদের ঢল।
কোথা সে ‘হাঁকডাক’
আলোচক দল।
সুস্থতা চাই সবার,
বাড়বে না লাশ।
সামনের যোদ্ধা,
ডাক্তার নার্স।
জানিনা কি হবে,
সামনের দিন।
দিন দিন বেড়ে যাবে,
গরীবের ঋণ ।
দিন আনে, খায় দিন,
গোলাপীর বাপ।
নেই কোন কাজ তার,
বেড়ে গেছে চাপ।
আমেরিকা ইউরোপ,
কত যে বড়াই।
করোনার কাছে তার,
নেই কোন ঠাই।
যান আর কারখানায়,
বিষাক্ত বাতাস।
কি করে নেই যে,
বুক ভরা শ্বাস।
মদ,জুয়া,ঢলাঢলি,
আরো কত পাপ।
ক্ষমা করে দাও প্রভূ,
করে দাও মাফ।
নিরাশার আধারে,
ঢাকিনা স্বপন।
বারে বারে আশাটা,
করি যে রোপণ।
একদিন হবে যে,
করোনা বিলীন।
সামনে আসবে,
উজ্জ্বল দিন।
নয় আর অনাচার,
আর কোন মত।
সেইদিন নিতে হবে,
নতুন শপথ।