লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদের নেতৃত্বে সোমবার মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া বাজার এলাকায় বাজারে তদারকিমূলক কার্যক্রম পরিচালিত হয়। এ সময় ৬টি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
পণ্যের মূল্য তালিকা লটকায়ে প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৮ ধারায় অন্তর স্টোরকে এক হাজার টাকা জরিমানা করা হয়। মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী বিক্রয়ের উদ্দেশে প্রদর্শন করায় আবুল কালাম স্টোরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫১ ধারায় এক হাজার টাকা জরিমানা করা হয়। পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং মূল্য উল্লেখ না থাকায় আর এন্ড স্টোরকে ৩৭ ধারায় এক হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে উপস্থিত ভোক্তা ও ব্যবসায়িদের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সম্বলিত লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয় এবং আইনটি মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়। বাজার অভিযানে সহযোগিতা করেন শ্রীনগর উপজেলার স্যানিটরি ইন্সপেক্টর নাসরিন সুলতানা। অভিযানে নিরাপত্তা বিধানে শ্রীনগর থানা পুলিশের একটি টিম নিয়োজিত ছিল।