কাজী দীপু, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে নতুন আরও ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাড়াঁল ৪১৯ জনে। সোমবার মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ জানান, রোববার রাতে পাওয়া নমুনা পরিক্ষায় ১৪৩ জনের মধ্যে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১৮ জন ও সিরাজদীখান উপজেলার ২ জনের করোনা শনাক্ত হয়। অন্যদিকে সোমবার পর্যন্ত জেলায় করোনা জয় করেছে ৫৬ জন এবং মারা গেছে ১৪জন।
সদর ও সিরাজদীখান উপজেলা প্রশাসন সূত্র জানায়, নতুন করোনা শনাক্তদের বাড়িঘর লকডাউনের আওতায় নেওয়াসহ শনাক্তদের আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।