জোহরা রুবী
মৌনতা হারিয়ে
অন্ধকার ছাপিয়ে
ছুটে বেড়ায় দিকদিগন্তে আলোকরেখা
পূব থেকে পশ্চিমে আসমান জমিনে।
টুনটুনির অশান্ত পথচলা
বেসামাল ছুটোছুটি
যায় উড়ে সাথী নিয়ে
আরেক সীমানা
আহ্লাদে আটখানা,
পুলকের পলি জমে
পরতে পরতে
বিজলীর চমকে ঝড়ো হাওয়া বৃষ্টিতে
রোদেলা বাতাসে মিশে থাকা সুবাসে
মেঘেদের জলে
রবির কিরণে
শুভ্র নীলে দূর আসমানে
বিলাসী বিহঙ্গের
উড়ন্ত পাখায়।
আমার ইচ্ছে পূরণ
হোক বা না হোক
তোমার ইচ্ছের খেলায়
তোমার মগ্নতায়
বিপন্ন অবসরে
তোমাতে পাই
আমারই সুখ,
রোদসীর তাবৎ শোভা জড়িয়ে নিয়ে
অনিমেষ চেয়ে থাকি
তোমাকেই যেন
দেখতে হয়,
অদেখা হয়না প্রণয়।