মোঃ ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুর: করোনাভাইরাসের প্রাদুর্ভাবে, গতকাল ১৭ মে রবিবার মেহেরপুর পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন, মেহেরপুর পৌরসভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১৫ কেজি করে চাউল ১০০০ অসহায় কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন। উল্লেখ্য গতকাল সামাজিক দুরুত্ব বজায় রেখে সকালে পৌরসভায় ৩৩০টি পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সামগ্রী ১৫ কেজি করে চাউল বিতরণ করা হয়।
এছাড়া মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটনের নিজ তহবিল থেকে, গতকাল ১৭ মে রবিবার বিকালে মেহেরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে স্টেডিয়াম পাড়ায় প্রতিদিনের ন্যায় ৩৫০টি অসহায় কর্মহীন পরিবারের মাঝে, বাড়িতে বাড়িতে গিয়ে নিজ উদ্দেগ্যে খাদ্য সামগ্রী তুলে দেন।
এদিকে খাদ্য সামগ্রী বিতরণ কালে ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আল মামুন হ্যান্ড মাইক হাতে ৮ নম্বর ওয়ার্ডে স্টেডিয়াম পাড়ায় প্রত্যেক পরিবারকে ঘরে থাকার আহবানের পাশাপাশি তিনি বলেন, আপনারা যার যার ঘরে থাকুন, সামাজিক দুরুত্ব বজায় রাখুন, মেয়র সাহেব আপনাদের বাড়িতে বাড়িতে খাদ্য সামগ্রী পৌছে দেবে।
এসময় উপস্থিত ছিলেন- পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর রিপন (লাড্ডু), ২নং ওয়ার্ড কাউন্সিলর আল মামুন সহ স্থানীয় ওয়ার্ড ও জেলা যুবলীগের নেতৃবৃন্দ।