মোঃ ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুর: গতকাল ১৭ মে রবিবার মেহেরপুর জেলা থেকে করোনা সন্দেহে মেহেরপুর জেনারেল হাসপাতাল থেকে ৫ জন, সদর উপজেলা থেকে ৩ জন ও গাংনী উপজেলা থেকে ১ জন মোট ৯ জনের সোয়াব পরীক্ষার জন্য জেলার স্বাস্থ্য বিভাগ, কুষ্টিয়া মেডিকেল কলেজ পি.সি.আর ল্যাবে নমুনা সংগ্রহ করে পাঠিয়েছে। মেহেরপুর জেলায় এ পর্যন্ত সর্বমোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৭৪২ জনের।
এদিকে গতকাল ১৭ মে রবিবার কুষ্টিয়া মেডিকেল কলেজের পি.সি.আর ল্যাব থেকে মোট ফলাফল পাওয়া গেছে ১৮ জনের। সবার ফলাফলই নেগেটিভ। মেহেরপুর জেলায় এ পর্যন্ত সর্বমোট করোনাভাইরাসের নমুনার ফলাফল পাওয়া গেছে ৬২০টি। এর মধ্যে ৭টি নেগেটিভের ভিতরে ১ জন মৃত, ৬ জনের মধ্যে ১ জন সদরের ও ১ জন মুজিবনগর উপজেলার চিকিৎসা শেষে স্বুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। বাকী ৪ জন চিকিৎসাধীন আছে। তার মধ্যে মেহেরপুর সদর উপজেলার ১ জন, গাংনী উপজেলার ২ জন এবং মুজিবনগর উপজেলার ১ জন।
এদিকে মেহেরপুর জেলায় করোনা রুগীর চিকিৎসার জন্য আইসোলেসন ওয়ার্ড ৬৫ বেডের করা হয়েছে। মেহেরপুরে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ৩০টি বেড, মেহেরপুর আমঝুপি রোডে ইম্প্যাক্ট হাসপাতালে ২০টি বেড, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি বেড ও মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫টি বেড।
এ পর্যন্ত মেহেরপুর জেলায় কোয়ারেন্টাইন করা হয়েছে সর্বমোট ১৭০১ জনকে। তার মধ্যে ছাড়পত্র দেওয়া হয়েছে ১৪৬৬ জনকে। বর্তমানে কোয়ারেন্টাইনে আছে ২৩৫ জন। এই তথ্য নিশ্চিত করেন মেহেরপুর জেলার সিভিল সার্জন ডাঃ নাসির উদ্দিন।