নিউজ ডেস্ক: পুরান ঢাকার অন্তঃসত্ত্বা যে নারীকে এই সঙ্কটের সময় হাসপাতালে নিয়ে গিয়েছিল পুলিশ, নবজাতক সন্তান নিয়ে বাড়ি ফেরার পর তাকে উপহারও পাঠিয়েছে। পুলিশ রোববার উপহার সামগ্রী নিয়ে ওই নারীর কসাইটুলীর বাসায় যায়।
বংশাল থানার ওসি মো. শাহীন ফকির জানিয়েছেন, মা ও শিশু সন্তানকে উপহার হিসেবে মৌসুমী ফল ও খাদ্য পাঠানো হয়। পাঠানো উপহারের মধ্যে রয়েছে- ৫ কেজি মিনিকেট চাল, এক কেজি পোলাওর চাল, চিনি, লবণ, তেল, পেঁয়াজ, আলু, দুধ, লাচ্ছা সেমাই, একটি বেবি লোশন, দুটি সাবান।
ফলের মধ্যে রয়েছে তরমুজ, বাঙ্গি, আনারস, কলা, আম, আপেল, মাল্টা ও লেবু। গত সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার ছাড়াই ওই নারী পুত্রসন্তান প্রসব করেন। দুই দিন পর বাসায় ফেরেন।
করোনাভাইরাসের উপসর্গ থাকায় গত ৬ মে হাসপাতালে যেতে বিভিন্ন জায়গায় যোগাযোগ করে গাড়ি না পেয়ে পুলিশের শরণাপন্ন হয়েছিল ওই নারীর পরিবার। এরপর পরীক্ষা করে তার দেহে করোনাভাইরাস সংক্রমণ নিশ্চিত হওয়া যায়। তবে তিনি সুস্থতার দিকে বলে হাসপাতালে থাকতে হয়নি।
বাড়ি ফিরলেও এক সপ্তাহ পরে ওই নারী ও তার সন্তানের পুনরায় করোনাভাইরাস পরীক্ষা করা হবে। সেদিনও পুলিশ তাদের জন্য গাড়ি দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।
এটা এই নারীর দ্বিতীয় সন্তান। তার সাত বছর বয়সী আরেকটি ছেলে আছে। তার স্বামী পুরান ঢাকার নয়া বাজারে একটি কাগজের দোকানের কর্মচারী।