নিউজ ডেস্ক: জনপ্রশাসনে রদবদলে নতুন সচিব পেয়েছে শিল্প এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। শ্রম সচিব কে এম আলী আজমকে শিল্প মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। আর এনজিও বিষয়ক ব্যুরো মহাপরিচালক কে এম আব্দুস সালামকে সচিব পদে পদোন্নতি দিয়ে শ্রম মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার আলাদ আদেশে এসব পদে বদবদল করে। চাকরির মেয়াদ শেষ হওয়ায় শিল্প সচিব আব্দুল হালিম অবসরে যাচ্ছেন।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) মহসিনা ইয়াসমিনকে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে এনজিও বিষয়ক ব্যুরো মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।
চুক্তিতে কৃষি ব্যাংকের মহাব্যবস্থাপক থাকছেন আজিজুল
বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক মো. আজিজুল বারীকে চাকরির মেয়াদ শেষে চুক্তিতে আগের পদেই নিয়োগ দিয়েছে সরকার।
এই কর্মকর্তার অভোগকৃত অবসরোত্তর ছুটি (পিআরএল) স্থগিতের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।নিয়োগের শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করতে হবে।