মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের (৪৫) করোনা শনাক্ত হয়েছে। রোববার বিকালে পাওয়া রিপোর্টে তাঁর করোনা পজেটিভ এসেছে বলে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে । গত ১৪ মে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য নিপসম পাঠানো হয়েছিল।
তিনি বর্তমানে সরকারি বাসভবনে আইসোলেশণে রয়েছেন। তাঁর শরীরে এখনও কোন নমুনা পরিলক্ষিত হয়নি।
এদিকে এর আগে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খান মো. নাজমস সোয়েবের করোনা পজেটিভ আসে। তার সাথে সভা করাসহ বিভিন্ন কর্কমকান্ড পরিচালনায় সংস্পর্শ থাকার কারনে জেলা প্রশাসনের সকল কর্মকর্তাসহ ২৭ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এছাড়াও রোববার জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক এস এম শফিকের (৪২) করোনা শনাক্ত হয়েছে। জেলা প্রাশাসক সাংবাদিকদের মাধ্যমে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন। তিনি করোনা ভাইরাসের শুরু থেকে জেলার পরিস্থিতি মোকাবেলায় রাত দিন কাজ করে যাচ্ছিলেন। সম্মুখ যোদ্ধা হিসাবে তিনি মুন্সীগঞ্জ জেলার করোনা মোকাবেলায় সাহসী বিভিন্ন পদক্ষেপ্র গ্রহণ করেন।
সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, ২৩৪ টি নমুনার রিপোর্ট আসে ররিবার। ‘নিপসম’ থেকে ১৪ ও ১৫ মে’র এই রিপোর্টে ৩৭ জনের পজেটিভ আসে আসে। এর মধ্যে সিরাজদিখানের ২ জনের ফলোআপ রয়েছে। আরও অন্যান্য উপজেলায় আলোআপ আছে কিনা খোঁজ নেয়া হচ্ছে। তাই জেলায় করোানা শনাক্ত সংখ্যা ৪ শ’ ছাড়িয়ে যাচ্ছে।