মোঃ ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুর: মেহেরপুর গাংনী উপজেলায় তিরাইল নামক বাজারে ১৬ মে শনিবার বেলা ২ টার দিকে সাদিক হোসেন (৭) নামে এক শিশু মোটরসাইকেলের সাথে ধাক্কা খেয়ে গুরুতরভাবে আহত হয়। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন মেহেরপুর গাংনী উপজেলার বামুন্দী ইউনিয়নের তিরাইল গ্রামের স¤্রাট আলীর ছেলে সাদিক হোসেন (৭) রাস্তা পার হওয়ার সময়, অপরদিক থেকে দ্রুত গতিতে আসা বলিয়াঘাট গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ইমন মোটরসাইকেলে যাওয়ার সময় ধাক্কা লাগলে সাদিক গুরুতরভাবে আহত হয়। স্থানীয় লোকজন সাদিককে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য তাড়াতাড়ি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন । এসময় ঘাতক ইমন মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।
এই তথ্য নিশ্চিত করেন গাংনী থানার ভারপ্রাপ্ত (ওসি) ওবাইদুর রহমান।