মোঃ ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুর: মেহেরপুরে সারা বিশ্বের ন্যায় করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন মানুষের মাঝে গত ১৬ মে শনিবার দুপুরে মেহেরপুর জেলা পরিষদের উদ্দ্যেগে, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল তিনটি ইউনিয়নের ৫৫০টি অসহায় কর্মহীন দরিদ্র পরিবারকে বাড়িতে বাড়িতে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সামগ্রী তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন- মেহেরপুর জেলা পরিষদের সদস্য তৌহিদ মুর্শিদ অতুল সহ অন্যান্য সদস্যগণ।