দেবপ্রিয় বড়ুয়া
একেক ঘন্টা মনে হচ্ছে একেক দিন আর একেক দিন মনে হচ্ছে একেক মাস পার করছি। প্রতিদিন কারো না কারো প্রিয়জন চলে যাচ্ছে। সাধারণের থেকে জাতীয় জীবনের প্রথিতযশা ব্যক্তিরা জীবনমৃত্যু পায়ের ভৃত্য চিত্ত-ভাবনাহীন করে চলে যাচ্ছে। আমার আজ এমন একজন প্রিয়জন চলে গেলো। দেখতে যেতেও পারিনি, তার শশ্বান-বন্ধুও হতে পারিনি। সত্যকথা বলতে গিয়ে তিরস্কৃত হতে হয়েছে। মৃত্যু সব মানুষকে সমান করে দেয়। এ’কেমন কথা ! কেমন মৃত্যু ! মরলে প্রিয়জনেরা কেউ কাছে আসতে পারবেনা। মুখ দেখতে পারবেনা, মৃত্যুর কারণ প্রকাশ করা যাবেনা। বিড়ম্বনা অনেক, থানা, পুলিশ, প্রশাসন, লকড-ডাউনের হুমকি আরো কত কি ? একবার চোখ বুঝে ভাবুনতো কার জন্য কোটি কোটি টাকার সম্পদ গড়লেন ! কোটি কোটি টাকা ব্যাংক-ব্যালেন্স করলেন ! আপনার মৃত্যুতে আপনার প্রিয়জনেরা, ধর্মীয় গুরুরা সকলে যারা সত্য প্রকাশে কুন্ঠিত হন। তেমন মৃত্যু আপনারা কেউ কি কামনা করেন ? না আমরা কেউ করি না। তবে আমি বলি এই টাইমলাইনে লিখে রেখে গেলাম কালকে করোনায় আমি যদি মরেও যাই আপনারা কোন কিছু গোপন করবেন না। সারাবিশ্বে আমার শত শত বন্ধু-বান্ধব ছড়িয়ে আছে সকলের কাছে যথাযথ তথ্য প্রকাশ করবেন। কারণ মৃত্যুর কোন কালাকাল নেই। জীবন অনিশ্চিত মৃত্যু নিশ্চিত। জীবন অনিত্য-দূঃখ-অনাত্ব এর প্রবাহ মাত্র। আমরা কর্ম ও কর্মফলাধীন জীবন।এটাই আমাদের বিশ্বাস ও আস্হা। আমার সামাজিক জীবনের পুরোটাই মহান মহান পরম শ্রদ্ধেয় ধর্মীয়গুরু, মহামান্য মহাসংঘনায়ক, সংঘরাজা, সংঘনায়কদের সাথে কাজ করেছি। পৃথিবীর অনেক অনেক মহান ধর্মীয়গুরুদের সান্নিধ্য লাভ করে জীবনকে ধন্য করেছি। কেউ কোনদিন সত্য বলার জন্য তিরস্কার করেননি। তাঁরা সত্যের সাধক। অসত্যের বিরুদ্ধে লড়বার জন্য উৎসাহ যুগিয়েছেন। আজকেই প্রায় নবীন একজনের কাছে তার ব্যতিক্রম দেখলাম ! মন অত্যন্ত ভারাক্রান্ত। এরা নাকি সত্যের সাধক ! মানুষের অবিমিশ্রকারিতা, দূরাচারী জীবন, প্রকৃতিবিরুদ্ধ দূর্নীতিপরায়নতা আজকের এ’অবস্হায় নিপতিত করেছে। মানুষ যতক্ষণ ব্যক্তিগত জীবন, ধর্মীয় জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবনে নিজেরা আত্বোপোলব্ধির মাধ্যমে শুদ্ধাচারী না হবে ততদিন প্রকৃতির প্রতিশোধ চলবে। এখন WHO সহ তাবৎ বিজ্ঞানীরাও বলছেন করোনার এ’তান্ডব সহসা বন্ধ হবেনা। জুন-জুলাই অব্ধি চলবে। আগামী বছরও আরো তীব্র আকার ধারণ করে হানা দিবে। তাই সাধু সাবধান ! তাই নিজেরা সম্যক সাধু হও। শুধু রাংগা বসনে নিজেকে রঞ্জিত করলে হবেনা নিজেরা কর্মেও পরিশুদ্ধ হও।