বগুড়া প্রতিনিধি: জেলার ঐতিহাসিক পুন্ড্রনগরের শিবগঞ্জ উপজেলার ভাসু বিহার এলাকায় একটি পুকুরের ইজারা মুল্য ধরা হয়েছে ২৫ লাখ ৮০ হাজার টাকা। অথচ প্রায় ৪ একর আয়তনের ওই পুকুরটির সরকারী নির্ধারিত ইজারা ছিল ৫৯ হাজার টাকা। বগুড়ার শিবগঞ্জ উপজেলার সরকারি ওই পুকুরের নিলামে সর্বোচ্চ দরদাতা হলেন মো. ফারাজ। তার বাড়িও ভাসু বিহার এলাকায়। ওই পুকুরের দর নিয়ে দুই পক্ষের সমঝোতার আশংকা দেখা দিয়েছে।
উপজেলা প্রসাশন সূত্রে জানা যায়, বিহার এলাকায় ৩ একর ৮০ শতাংশ (পুকর) অর্পিত সম্পত্তি রয়েছে। এই সম্পত্তি প্রক্যাশ্যে নিলামের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে সরকারি মূল্য নির্ধারণ করা হয় ৬০ হাজার টাকা। গত ৪ এপ্রিল উপজেলা মিলনায়ন কক্ষে নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে ১০ থেকে ১২ জন অংশগ্রহণ করেন। এরপর নিলাম কার্যক্রম শুরু হয়। উন্মুক্ত নিলামে ভাসুবিহার এলাকার মৃত আকর আলীর ছেলে ফারাজ ওই পুকুর ২১ লাখ ৮০ টাকায় ডেকে নেন। ভ্যাটসহকারে সরকারকে ২৫ লাখ ৮০ হাজার টাকা দিতে হবে। এই মূল্যে ১৪২৭ থেকে ১৪২৯ সাল (বাংলা সাল) পর্যন্ত ইজারাদার ওই পুকুর ভোগদখল করতে পারবেন।
নিলাম শেষে সর্বোচ্চ ইজারাদার সেদিনেই উপজেলা প্রশাসনকে ২৫ লাখ ৮০ হাজার টাকার ব্র্যাক ব্যাংকের চেক দিয়েছেন। এই শিবগঞ্জ উপজেলা শাখায় পাঠানো হয়েছে কালেকশনের জন্য।
জানতে চাইলে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর করিব মোবাইলে বলেন, ব্যাংক নির্দিষ্ট পরিমাণ টাকা থাকলে সর্বোচ্চ দরদাতাকে পুকুর বুঝিয়ে দেওয়া হবে। আর ব্যাংক যদি বলে, নির্দিষ্ট পরিমাণ টাকা নেই; তাহলে তার বিরুদ্ধে সরকারি পাওয়া আদায়ের মামলা করা হবে। তবে এখনো ব্যাংকের রিপোর্ট হাতে আসেনি।