মেরিনা সুলতানা
বৈশাখী তাণ্ডব আর সূর্যের প্রখর তীর্যকতায়
যেন অগ্নিকুণ্ডে ধুলিকনার নিক্ষেপণ।
এ যে,বড্ড দুঃসময়ে আগমণ তোমার, হে গ্রীষ্ম! অভিমান জানিয়ে দেখাচ্ছ বৈশাখী লীলা?
ওসবে ভ্রূক্ষেপ নেই, এখন
বড্ড অসহায় আমরা,
এক ভাইরাসের কাছে মর্টগ্রেজ করা আমাদের প্রাণ।
বড্ড বেহিসাবি হয়ে পড়েছিল মানবজাতি,
হয়তো তারই
শাস্তির ধারাবাহিকতায়
সৃষ্টির রহস্যের দ্বার উন্মোচিত করে
বিধাতা দেখাচ্ছে
তাঁর অন্তঃরূপ।
হে বৈশাখ
নতুনের বারতা নিয়ে নয়
মঙ্গলের জয়রথে নয়
তুমি এলে এক
মহাঅশুভ ভগ্নরথে।
ধরিত্রীর ধ্বংসী অবয়ব দর্শনে নতজানু
পরাজিত আমরা যখন দিকবিদিকশূণ্য দৃষ্টিতে তাকিয়ে বিধাতার পানে,
ক্লান্ত এ জীবনের
ভার বহনে
অক্ষমতার হাত বাড়িয়ে।
কাতারে কাতার লাশের উপর দাঁড়িয়ে
বিশ্বমানবতা যখন
নির্বাক প্রায়
গ্রীষ্ম হে! এলেই যখন!
মুক্ত আকাশ,শীতল বাতাস, স্বচ্ছ জলের ধারাকে আবার
ছুঁয়ে দেখার স্বপ্ন জাগবে মনে যখন,
আলিঙ্গনে বরণ করবো তোমায় তখন।