শাহরিয়ার আদনান শান্তনু
‘ভালোবাসার মূল্য কত, সে তো আমি জানি না…
আমি না জেনে, না চিনে
দিলাম তোমায় মন’,.. …
আহ কী সুর, কী গলা, কী গান… এমন গুণী শিল্পী তিনি!পৃথিবী ওলট পালট হয়ে যাচ্ছে। ভীষণ ভয় ও কষ্ট ঘিরে রেখেছে আমাকে। খুব অল্প সময়ের মধ্যে আমরা হারাচ্ছি বরেণ্য মানুষদের।
সত্তর দশকে আমরা স্কুলে পড়েছি। রেডিওতে এপার ওপার সিনেমার এই গান শুনে খুব ভালো লেগেছিল। যা এখনো মনে আছে। সেই থেকে শ্রদ্ধেয় আজাদ রহমান কখন থেকে জানি আমার প্রিয় মানুষ হয়ে আছেন। তাঁর এই যাওয়া কেন জানি মেনে নিতে কষ্ট হচ্ছে। তিনি ছিলেন গীতিকার, সুরকার, গায়ক। রবীন্দ্র ভারতী-তে সংগীতের উপর উচ্চতর ডিগ্রি নিয়ে সিনেমায় কাজ করেন। ডুমুরের ফুল সিনেমায়, ‘কারো মনে ভক্তি মায়ে’, দস্যু বনহুর সিনেমায় ‘ডোরাকাটা দাগ দেখে বাঘ চেনা যায়’ সত্তর দশকে তুমুল জনপ্রিয়তা লাভ করে। তাঁর সুরে দেশাত্মবোধক গান ‘জন্ম আমার ধন্য হলো মাগো’ আজ সবার মুখে মুখে।

আজাদ রহমান ১৯৭৩ সালে যাদুর বাঁশি এবং ১৯৯৩ সালে চাঁদাবাজ সিনেমার জন্য সংগীত পরিচালক হিসেবে জাতীয় পুরস্কার পান।
তাঁর জন্ম ভারতের বর্ধমান জেলায়, ১৯৪৪ সালে। তাঁর স্ত্রী সেলিনা আজাদও একজন গুণী শিল্পী।
এমন গুণী শিল্পী আজাদ রহমানের চলে যাওয়া কষ্ট ও বেদনার। মহান আল্লাহ তায়ালা উনাকে বেহেশত নসিব করুন।