36 C
Dhaka
Wednesday, January 27, 2021
No menu items!

চলে গেলেন সংগীতজ্ঞ আজাদ রহমান…..

শাহরিয়ার আদনান শান্তনু

‘ভালোবাসার মূল্য কত, সে তো আমি জানি না…
আমি না জেনে, না চিনে
দিলাম তোমায় মন’,.. …

আহ কী সুর, কী গলা, কী গান… এমন গুণী শিল্পী তিনি!পৃথিবী ওলট পালট হয়ে যাচ্ছে। ভীষণ ভয় ও কষ্ট ঘিরে রেখেছে আমাকে। খুব অল্প সময়ের মধ্যে আমরা হারাচ্ছি বরেণ্য মানুষদের।

সত্তর দশকে আমরা স্কুলে পড়েছি। রেডিওতে এপার ওপার সিনেমার এই গান শুনে খুব ভালো লেগেছিল। যা এখনো মনে আছে। সেই থেকে শ্রদ্ধেয় আজাদ রহমান কখন থেকে জানি আমার প্রিয় মানুষ হয়ে আছেন। তাঁর এই যাওয়া কেন জানি মেনে নিতে কষ্ট হচ্ছে। তিনি ছিলেন গীতিকার, সুরকার, গায়ক। রবীন্দ্র ভারতী-তে সংগীতের উপর উচ্চতর ডিগ্রি নিয়ে সিনেমায় কাজ করেন। ডুমুরের ফুল সিনেমায়, ‘কারো মনে ভক্তি মায়ে’, দস্যু বনহুর সিনেমায় ‘ডোরাকাটা দাগ দেখে বাঘ চেনা যায়’ সত্তর দশকে তুমুল জনপ্রিয়তা লাভ করে। তাঁর সুরে দেশাত্মবোধক গান ‘জন্ম আমার ধন্য হলো মাগো’ আজ সবার মুখে মুখে।

আজাদ রহমান ১৯৭৩ সালে যাদুর বাঁশি এবং ১৯৯৩ সালে চাঁদাবাজ সিনেমার জন্য সংগীত পরিচালক হিসেবে জাতীয় পুরস্কার পান।

তাঁর জন্ম ভারতের বর্ধমান জেলায়, ১৯৪৪ সালে। তাঁর স্ত্রী সেলিনা আজাদও একজন গুণী শিল্পী।

এমন গুণী শিল্পী আজাদ রহমানের চলে যাওয়া কষ্ট ও বেদনার। মহান আল্লাহ তায়ালা উনাকে বেহেশত নসিব করুন।

সর্বশেষ

মার্চের প্রথম সপ্তাহে খুলবে ঢাবির হল

নিউজ ডেস্ক: মার্চ মাসের প্রথম সপ্তাহে শুধুমাত্র অনার্স ও মাস্টার্স পরীক্ষার্থীর মধ্যে যারা আবাসিক (শিক্ষার্থী) তাদের জন্য হল খুলে দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত...

বগুড়ায় আলোচিত তুফান সরকারের ভাই সোহাগ সরকার গ্রেফতার

বগুড়া প্রতিবেদক: ৯৯৯এ কলপেয়ে বগুড়ায় ট্রাক মালিককে আটকে রেখে মারপিট ঘটনায় আলোচিত তুফান ও মতিন সরকারের ভাই সোহাগ সরকার(৪০)কে গ্রেফতার করেছে পুলিশ।...

ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে খুলতে পারে সরকারি প্রাথমিক: প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক: আগামী ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হতে পারে। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলে...

ভারতের প্রজাতন্ত্র দিবস প্যারেডে বাংলাদেশের সশস্ত্র বাহিনী

নিউজ ডেস্ক: আগামী ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস। করোনা মহামারি পরিস্থিতিতে এবার কোনও বিদেশি রাষ্ট্রপ্রধান উপস্থিত থাকবে না। তবে নয়াদিল্লিতে অনুষ্ঠিত প্যারেডে...

দেশব্যাপী টিকাদান কর্মসূচি ৭ ফেব্রুয়ারি শুরু: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে দেশে করোনা ভ্যাকসিন প্রয়োগের প্রাথমিক কার্যক্রম উদ্বোধন করবেন। উদ্বোধনের পরপরই নিবন্ধনের জন্য অনলাইন...