36 C
Dhaka
Tuesday, January 19, 2021
No menu items!

সৌদিতে মসজিদে নামাজ বন্ধ, নিষেধাজ্ঞার বাইরে মক্কা-মদিনা

আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র মক্কা ও মদিনা ছাড়া সৌদি আরবের সব মসজিদে জামাতে নামাজ আদায় ও জুমার নামাজ আপাতত বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ বুধবার গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে।

করোনাভাইরাসে প্রতিরোধে গতকাল সৌদি কর্তৃপক্ষ এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। তবে মক্কা ও মদিনা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তারা এই ব্যবস্থা নিয়েছে।

মক্কার মুসলিম ওয়ার্ল্ড লিগের মহাসচিব মোহাম্মদ আল-ইসা বলেছেন, ‘এটি ইসলামী শরিয়া ও এর বিধি মেনেই করা হয়েছে। তাই সবার উচিত এই সিদ্ধান্ত মেনে চলা। সবাই জানেন গণজমায়েত বন্ধ করা ছাড়া এই মহামারি প্রতিরোধ করা সম্ভব নয়।’

তিনি আরও বলেন, ‘ইসলামী শরিয়া পরামর্শ দেয় খাবার খাওয়ার পরে কারো মুখ দিয়ে গন্ধ বের হলে তার নামাজে যাওয়ার দরকার নেই। কারণ, মুখের গন্ধে অন্যদের মাঝেও মারাত্মক ভাইরাস ছড়াতে পারে।’

সর্বশেষ

জঙ্গিদের স্বাভাবিক জীবনে ফিরতে র‌্যাবের হটলাইন চালু

নিউজ ডেস্ক: জঙ্গিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চালু হচ্ছে RAB এর হট লাইন। সোমবার ( ১৭ জানুয়ারি) র‌্যাবের পক্ষ থেকে এ তথ্য...

ভারতের উপহারের ২০ লাখ ডোজ টিকা আসছে ২০ জানুয়ারি

নিউজ ডেস্ক: আগামী বুধবার (২০ জানুয়ারি) ভারত থেকে ২০ লাখ টিকা বাংলাদেশে আসবে। অক্সর্ফোড-অ্যাস্ট্রাজেনেকার এ টিকা ভারত সরকার বাংলাদেশকে উপহার দিচ্ছে। বিষয়টি...

আইনের শাসন সুসংহত করতে বিরোধী দলকেও গঠনমূলক ভূমিকা রাখতে হবে

নিউজ ডেস্ক: সরকারি ও বিরোধী দল নির্বিশেষে জাতীয় সংসদে যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি...

সংসদে যাদের নামে শোক প্রস্তাব আনা হলো

নিউজ ডেস্ক: জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনে সাবেক একজন ডেপুটি স্পিকার, সাবেক একজন মন্ত্রী, সাবেক দুজন প্রতিমন্ত্রী, সাবেক নয়জন সংসদ সদস্যদের নামে শোক...

হাসানুল হক ইনু করোনা ভাইরাসে আক্রান্ত

নিউজ ডেস্ক: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি এবং সংসদ সদস্য হাসানুল হক ইনু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে...