কক্সবাজার প্রতিনিধি: করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরের একটি ব্লক অবরুদ্ধ করে বিশেষ নজরদারির ব্যবস্থা নিয়েছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন।
কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মাহবুব আলম তালুকদার জানান, শুক্রবার সকাল থেকে জেলার উখিয়ায় কুতুপালংয়ে ডিডব্লিউ শরণার্থী শিবিরের এফ ব্লককে অবরুদ্ধ ঘোষণা করে এই বিশেষ ব্যবস্থা নেন তারা।
বৃহস্পতি থেকে শনিবার তিন দিনে ওই এলাকায় চারজনের করোনাভাইরাস শনাক্ত হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়। এতে প্রায় পাঁচ হাজার রোহিঙ্গা শরণার্থী অবরোধের আওতায় পড়েছে।
কমিশনার বলেন, “সংক্রমণ ঠেকাতে এফ ব্লক ছাড়াও আশপাশের আট শতাধিক পরিবারকে অবরুদ্ধ করা হয়েছে। তাদের বাড়িতে লাল পতাকা টাঙিয়ে দিয়ে বিশেষ নজরদারি অব্যাহত রেখেছে আইন-শৃংখলা বাহিনী। তাছাড়া ওই এলাকায় এনজিওকর্মীসহ সাধারণের চলাচল সীমিত করা হয়েছে।”