মোঃ ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি মেহেরপুর: করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মেহেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্দেশনায় দলমত নির্বিশেষে গাংনী উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র উদ্দ্যেগে, মেহেরপুর গাংনী উপজেলা বিএনপি’র সভাপতি রেজাউল হক ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুর নেতৃত্বে- আজ শনিবার সকাল ৮টার সময় গাংনী উপজেলা মটমুড়া ইউনিয়নে, বাউট কলেজ মাঠ প্রাঙ্গনে ৪০০টি কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন, মেহেরপুর জেলা বিএনপি’র সভাপতি ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন।
সার্বিক সহযোগিতা করেন, মেহেরপুর জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মেহেরপুর জেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুল হামিদ, সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্রো, যুগ্ম-সম্পাদক আব্দুল আওয়াল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওছার আলী, গাংনী উপজেলা যুবদলের আহবায়ক চপল বিশ্বাস, সদস্য সচিব জাহিদুল হোসেন সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।